Raatdupurer gaan lyrics ( রাতদুপুরের গান ) | Shovan Ganguly :
Raatdupurer gaan lyrics song sung by Shovan Ganguly . Raatdupurer gaan bengali song lyrics Video & Edit by Subhadip and guitar by Purab .
Raatdupurer gaan lyrics Shovan Ganguly :
Song: Raatdupurer Gaan ( রাতদুপুরের গান )
Singer: Shovan Ganguly
Lyrics & Music: Shovan
Programming: Shovan
All Guitars: Purab
Mixed & Mastered by Shovan
Video & Edit by Subhadip
Raatdupurer gaan lyrics in bengali :
$ads={1}
জ্যোৎস্না আসে চোখ লেগে যায়
রাতের মায়ায় শব্দটা ভালোই লাগে ।
বটের ছায়ার নির্জনতায় ঘুম এসে যায়
আসেনি যা কখনো আগে ।
জ্যোৎস্না আসে চোখ লেগে যায়
রাতের মায়ায় শব্দটা ভালোই লাগে ।
বটের ছায়ার নির্জনতায় ঘুম এসে যায়
আসেনি যা কখনো আগে ।
আমিও তাই হেঁটে বেড়াই
অমানিশায় বুঁদ হওয়া নেশাও জাগে ।
জ্যোৎস্না আসে চোখ লেগে যায়
রাতের মায়ায় শব্দটা ভালোই লাগে ।
বটের ছায়ার নির্জনতায় ঘুম এসে যায়
আসেনি যা কখনো আগে ।
আজ থেকে হাজার বছর
আগেও ছিল রাত্রি ভোর ।
হাতে হাত সঙ্গে তোর
তারা দেখিনি যে তাই ।
পার করে সমুদ্র রাত
সামলেছি হাজার আঘাত ।
সামনে সাত সাগরটাকে
শেষে একটু দেখতে পাই ।
আজ থেকে হাজার বছর
আগেও ছিল রাত্রি ভোর ।
হাতে হাত সঙ্গে তোর
তারা দেখিনি যে তাই ।
পার করে সমুদ্র রাত
সামলেছি হাজার আঘাত ।
সামনে সাত সাগরটাকে
শেষে একটু দেখতে পাই ।
ভোরের আলো কে দেখালো
লাগছে ভালো মায়াবী কোন আবেগে ।
স্রোত ভেসে যায় দুই খালি পায়
বটের ছায়ায় লাগেনি যা কখনো আগে ।
জ্যোৎস্না আসে চোখ লেগে যায়
রাতের মায়ায় শব্দটা ভালোই লাগে ।
নিবিড় ছায়ার নির্জনতায় ঘুম এসে যায়
আসেনি যা কখনো আগে ।
আমিও তাই হেঁটে বেড়াই
অমানিশায় বুঁদ হওয়া নেশাও জাগে ।
$ads={2}
Raatdupurer gaan lyrics Shovan Ganguly :
Joshna ashe chokh lege jay
Raater mayay sobdota valoi lage.
Boter chayay nirjonotay ghum ese jay
Asheni ja kokhono age.
Joshna ashe chokh lege jay
Raater mayay sobdota valoi lage.
Boter chayay nirjonotay ghum ese jay
Asheni ja kokhono age.
Amio tai hete berai
Amanishay bud howa neshao jage.
Joshna ashe chokh lege jay
Raater mayay sobdota valoi lage.
Boter chayay nirjonotay ghum ese jay
Asheni ja kokhono age.
Aaj theke hazar bochor
ageo chilo raatri bhor.
Haate haat sange tor
Tara dekhini je tai.
Par kore samudra raat
Samlechi hazar aghat.
Samne saat sagartake
Shese ektu dekhte pai.
Aaj theke hazar bochor
ageo chilo raatri bhor.
Haate haat sange tor
Tara dekhini je tai.
Par kore samudra raat
Samlechi hazar aghat.
Samne saat sagartake
Shese ektu dekhte pai.
Bhorer alo ke dekhalo
Lagche bhalo mayabi kon abege.
Sort veshe jay dui khali pay
Boter chayay lageni ja kokhono age.
Joshna ashe chokh lege jay
Raater mayay sobdota valoi lage.
Nibir chayay nirjonotay ghum ese jay
Asheni ja kokhono age.
Amio tai hete berai
Amanishay bud howa neshao jage.