Protidin rate lyrics ( প্রতিদিন রাতে ) | Ehsan Rahi :
Protidin rate lyrics song sung by Ehsan Rahi . Protidin rate bengali song lyrics by Samuel Haque and music by Rezwan Sazzad .
Protidin rate lyrics Ehsan Rahi :
Song: Protidin Rate ( প্রতিদিন রাতে )
Singer: Ehsan Rahi
Lyrics: Samuel Haque
Tune: Ehsan Rahi
Music: Rezwan Sazzad
Studio: Score Music Lab
Director & Edit: Rezwan Sazzad
Label: G-Series
Protidin rate lyrics in bengali :
$ads={1}
প্রতিদিন রাতে দাঁড়িয়ে বারান্দাতে
আকাশ দেখি ।
নিয়ন আলো আর জোছনা
মিলেমিশে অন্যরকম সখি ।
প্রতিদিন রাতে দাঁড়িয়ে বারান্দাতে
আকাশ দেখি ।
নিয়ন আলো আর জোছনা
মিলেমিশে অন্যরকম সখি ।
মনে মনে ভাবি নিশ্চয়ই কাল
তোমার কাছে যাবো ।
সকালে উঠে সূর্যের উত্তাপে
মনে কি যে ঘটে
যাওয়া থাকে বাকি হুম........
যাওয়া থাকে বাকি ।
প্রতিদিন রাতে দাঁড়িয়ে বারান্দাতে
আকাশ দেখি ।
অমাবস্যার অন্ধকারে তারারা মিটিমিটি ইশারায়
আলোর ঝাড়বাতি ।
মনে মনে ভাবি নিশ্চয়ই কাল
তোমার কাছে যাবো ।
সকালে উঠে ফিতা দিয়ে মাপতে থাকি
আমাদের ভালোবাসাবাসি হুম.......
ভালোবাসাবাসি ।
প্রতিদিন তোমার আমার
চেনা জানা রাস্তাগুলো পেরিয়ে চলি ।
পাছে ওই পথে গেলে
তোমার আমার গান যদি শুনি ।
প্রতিদিন তোমার আমার
চেনা জানা রাস্তাগুলো পেরিয়ে চলি ।
পাছে ওই পথে গেলে
তোমার আমার গান যদি শুনি ।
যাওয়া আর হয়না তোমাকে
তারাদের সাথে দেখি ।
দৃষ্টি সীমা ক্রমে মনের সীমায় বুকের ভেতর
মুখ লুকিয়ে রাখি হুম....
মুখ লুকিয়ে রাখি ।
প্রতিদিন রাতে দাঁড়িয়ে বারান্দাতে
আকাশ দেখি ।
নিয়ন আলো আর জোছনা
মিলেমিশে অন্যরকম সখি ।
মনে মনে ভাবি নিশ্চয়ই কাল
তোমার কাছে যাবো ।
সকালে উঠে সূর্যের উত্তাপে
মনে কি যে ঘটে
যাওয়া থাকে বাকি হুম........
যাওয়া থাকে বাকি ।
$ads={2}
Protidin rate lyrics Ehsan Rahi :
Protidin rate dariye barandate
Akash dekhi.
Niyon alo aar jochona
Milemishe onnorokam sakhi.
Protidin rate dariye barandate
Akash dekhi.
Niyon alo aar jochona
Milemishe onnorokam sakhi.
Mone monwe bhabi nichoi kal
Tomar kache jabo.
Sokale uthe surjer uttape
Mone ki je ghote
Jawa thake baki hmmm.....
Jawa thake baki.
Protidin rate dariye barandate
Akash dekhi.
Amabosha ondhokare tarara mitimiti isharay
Alor jharbati.
Mone monwe bhabi nichoi kal
Tomar kache jabo.
Sokale uthe fita diye mapte thaki
Amader bhalobashabashi hmmm....
Bhalobashabashi.
Protidin tomar amar
Chena jana rashta gulo periye choli.
Pache oi pathe gele
Tomar amar gaan jodi shuni.
Protidin tomar amar
Chena jana rashta gulo periye choli.
Pache oi pathe gele
Tomar amar gaan jodi shuni.
Jawa aar hoyna tomake
Tarader sathe dekhi.
Drishti sima krome moner simay buker vetor
Mukh lukiye rakhi hmm.....
Mukh lukiye rakhi.
Protidin rate dariye barandate
Akash dekhi.
Niyon alo aar jochona
Milemishe onnorokam sakhi.
Mone monwe bhabi nichoi kal
Tomar kache jabo.
Sokale uthe surjer uttape
Mone ki je ghote
Jawa thake baki hmmm.....
Jawa thake baki.