Jodi konodin lyrics ( যদি কোনোদিন ) | Rini Chakraborty :
Jodi konodin lyrics bengali song sung by Rini Chakraborty . Jodi konodin bengali song lyrics by Utpal Das and music & sound design by Shanku Ghatak .
Jodi konodin lyrics Rini Chakraborty :
Song: Jodi Konodin ( যদি কোনোদিন )
Singer: Rini Chakraborty
Lyrics: Utpal Das
Music & Sound Design: Shanku Ghatak
Video Direction: Sunando Mukherjee
Flute: Shakti Nag
Studio: Voice N Harmoney
Video & Editing: Alaap Bose
Video Production: Medha
Label: Atlantis Music
Jodi konodin lyrics in bengali :
$ads={1}
যদি কোনোদিন সে ডাকে আমায়
যদি কোনোদিন আদুরে হাওয়ায় ।
না বলা সেই কথারা
জেগে ওঠে চোখের পাতায় ।
যদি কোনোদিন বেহায়া মন
হয়ে যেতে চায় খেয়ালী শ্রাবণ ।
না বলা সে কথা মনে রয়ে যায়
জানি না কি হবে তখন ।
যদি কোনোদিন সে ডাকে আমায়
যদি কোনোদিন আদুরে হাওয়ায় ।
ইচ্ছে নয় ঘুম ভাঙ্গানো
মায়াবী রাতের ডানাতে ।
হয়তো এ মন চাইবে তখন
স্বপ্নের ফাগুন মাখাতে ।
যাবে জাফরি কেটে জোছনারা
মনের চিলে কোঠাতে ।
যদি কোনোদিন এভাবে হারাই
যদি কোনোদিন দুহাত বাড়াই ।
ভুলে যাওয়া না শোনা সেই গান
শোনাতে আবার গাই ।
যদি কোনোদিন হুম্...লা..লা
যদি কোনোদিন......
কি হবে কে জানে কখন
তবুও বেহায়া এ মন ।
আমাকে পাগল কোরেছে
সেও বুঝি পাগল এখন ।
ক্লান্তিহীন পায়ে হেঁটে প্রেম
চলে যাবে তার ওই ঠিকানায় ।
থাকবে সে আমারই আশায়
মন কেমনের কিনারায় ।
দেবে আবার সাড়া অপেক্ষারা
এই জীবনের ইশারায় ।
যদি কোনোদিন সে আমায় ডাকে
যদি কোনোদিন সে পাশে বসে ।
না বলা সেই কথারা
জেগে ওঠে চোখের পাতায় ।
যদি কোনোদিন সে ডাকে আমায়
যদি কোনোদিন আদুরে হাওয়ায় ।
যদি কোনোদিন, যদি কোনোদিন
যদি কোনোদিন.......
$ads={2}
Jodi konodin lyrics Rini Chakraborty :
Jodi konodin se dake amay
Jodi konodin adure haway.
Na bola shei kothara
Jege othe chokher patay.
Jodi konodin behaya mon
Hoye jete chay kheyali shrabon.
Na bola se kotha mone roye jay
jani na ki hobe tokhon.
Jodi konodin se dake amay
Jodi konodin adure haway.
Icche noy ghum bhangano
Mayabi raater danate.
Hoyto e mon chaibe tokhon
Swapner fagun makhate.
Jabe jafri kete jochonara
Moner chile kothate.
Jodi konodin ebhabe harai
Jodi konodin duhaat barai.
Vule jaowa na shona shei gaan
Shonate abar gai.
Jodi konodin hum... la... la..
Jodi konodin....
Ki hobe ke jane kokhon
tabuo behaya e mon.
Amake pagol koreche
Seo bujhi pagol ekhon.
Klantihin paye hete prem
Chole jabe tar oi thikanay.
Thakbe se amari ashay
Mon kemoner kinaray.
Debe abar shara apekhara
Ei jibon isharay.
Jodi konodin se amay dake
Jodi konodin se pashe bose.
Na bola shei kothara
Jege othe chokher patay.
Jodi konodin se dake amay
Jodi konodin adure haway.
Jodi konodin, Jodi konodin
Jodi konodin......