Dukkhodol lyrics ( দুঃখদল ) | Parvez Sazzad

 Dukkhodol lyrics ( দুঃখদল ) | Parvez Sazzad :

Dukkhodol lyrics bengali song sung by Parvez Sazzad . Dukhodol bengali new song lyrics by Omar Farook Bishal and new bangla song music by Mahan Fahim .

Dukkhodol lyrics Parvez Sazzad





 Dukkhodol lyrics Parvez Sazzad :


Song: Dukkhodol ( দুঃখদল )

Singer: Parvez Sazzad

Lyric: Omar Farook Bishal

Tune & Music: Mahan Fahim

Cast: Alif & Promi

Edit & Directed by: Md Rasel

Label: Agniveena


 Dukkhodol lyrics in bengali :

$ads={1}

বুকের কান্না লুকিয়ে রাখি

শুকিয়ে চোখের জল ।

জীবন জুড়ে জড়িয়ে আছে

কতো না দুঃখদল ।

বুকের কান্না লুকিয়ে রাখি

শুকিয়ে চোখের জল ।

জীবন জুড়ে জড়িয়ে আছে

কতো না দুঃখদল ।


সবই তোমার হয়ে ছিলাম


কিছুই না হবে ।

ছায়ার মতো সঙ্গে ছিলাম

ছিলাম না হৃদয়ে ।


এখন বুঝি সবই তো বুঝি

তখন কিছুই বুঝে ছিলাম না ।

সঙ্গে ছিলাম সঙ্গী ছিলাম না

কাছেই ছিলাম কাছের ছিলাম না ।

সঙ্গে ছিলাম সঙ্গী ছিলাম না

কাছেই ছিলাম কাছের ছিলাম না ।


একই সঙ্গে উড়ে ছিলাম

ঘুরে ছিলাম কতো ।

মিছেমিছি করলে সবই

স্বপ্ন ইচ্ছে যতো ।


হারিয়ে যাবে হাত বাড়িয়ে

বুঝতেই দিলে না ।

লাগে না ভালো একাকী আর

হিসেব মেলে না ।


এমন তুমি করেছো যেমন


এমন তো আর ভেবে ছিলাম না ।

সঙ্গে ছিলাম সঙ্গী ছিলাম না

কাছেই ছিলাম কাছের ছিলাম না ।

সঙ্গে ছিলাম সঙ্গী ছিলাম না

কাছেই ছিলাম কাছের ছিলাম না ।


বুকের কান্না লুকিয়ে রাখি

শুকিয়ে চোখের জল ।

জীবন জুড়ে জড়িয়ে আছে

কতো না দুঃখদল ।


সবই তোমার হয়ে ছিলাম

কিছুই না হবে ।

ছায়ার মতো সঙ্গে ছিলাম

ছিলাম না হৃদয়ে ।


এখন বুঝি সবই তো বুঝি

তখন কিছুই বুঝে ছিলাম না ।

সঙ্গে ছিলাম সঙ্গী ছিলাম না

কাছেই ছিলাম কাছের ছিলাম না ।

সঙ্গে ছিলাম সঙ্গী ছিলাম না

কাছেই ছিলাম কাছের ছিলাম না ।

$ads={2}

 Dukhodol lyrics Parvez Sazzad :


Buker kanna lukiye rakhi

Shukiye chokher jol.

jibon jure joriye ache

Koto na dukkhodol.

Buker kanna lukiye rakhi

Shukiye chokher jol.

jibon jure joriye ache

Koto na dukkhodol.


Shobi tomar hoye chilam

Kichui na hobe.

Chayar moto sange chilam

Chilam na hridoye.


Ekhon bujhi shobi to bujhi

Tokhon kichui bujhe chilam na.

Sange chilam sangee chilam na

Kachei chilam kacher chilam na.

Sange chilam sangee chilam na

Kachei chilam kacher chilam na.


Eki sange ure chilam

Ghure chilam koto.


Michemichi korle shobi

Swapno icche joto.


Hariye jabe haat bariye

Bujhtei dile na.

Lage na valo ekaki aar

Nisheb mele na.


Emon tumi korecho jemon

Emon to aar bhebe chilam na.

Sange chilam sangee chilam na

Kachei chilam kacher chilam na.

Sange chilam sangee chilam na

Kachei chilam kacher chilam na.


Buker kanna lukiye rakhi

Shukiye chokher jol.

jibon jure joriye ache

Koto na dukkhodol.


Shobi tomar hoye chilam

Kichui na hobe.

Chayar moto sange chilam

Chilam na hridoye.


Ekhon bujhi shobi to bujhi

Tokhon kichui bujhe chilam na.

Sange chilam sangee chilam na

Kachei chilam kacher chilam na.

Sange chilam sangee chilam na

Kachei chilam kacher chilam na.

Post a Comment (0)
Previous Post Next Post
close