Biroho agun lyrics ( বিরহ আগুন ) | Arman Alif

 Biroho agun lyrics ( বিরহ আগুন ) | Arman Alif :

Biroho agun lyrics song sung by Arman Alif . Arman Alif new bengali song biroho agun lyrics song casted by Shuvro Mehrazz & Liyana Liya .

Biroho agun lyrics Arman Alif





 Biroho agun lyrics Arman Alif :

Song: Biroho Agun ( বিরহ আগুন )

Singer: Arman Alif

Lyrics & Tune: Proshenjit Mondal

Music: Mushfiq Litu

Starring: Shuvro Mehrazz & Liyana Liya

Dop: Forhad Hossain

Edit: Mamun

Vfx: Sagor

Color: Ashiquzzaman Apu

Direction: Visualizer Workshop

Label: DP MUSIC Station


Biroho agun lyrics in bengali :

$ads={1}

একটু একটু করে রাত্রি বাড়ে

আঁধারেও দেখা যায় সব ।

আঁধারে আয়নাতে সারারাত

চলে তোর স্মৃতি উচ্চরন ।


স্মৃতিরা পুড়ায় আগুন জ্বালায়

বিরহ আগুনে করি নিশি স্নান ।

তবুও তোর কথা মনে পড়লেই

জীবনটা হয়ে ওঠে কষ্টের গাড়ি ।


তুই ভালোবাসা করে দিয়ে অবসান

বেদনার নীল নীলে

ভরে দিলি হৃদয়ের আসমান ।

তুই ভালোবাসা করে দিয়ে অবসান

বেদনার নীল নীলে

ভরে দিলি হৃদয়ের আসমান ।


ভালোবাসে যে মানুষ

ভালোবাসা হারলে সে

কাঁদে হায়!

ছলনার মন যার

ভাঙ্গনের খেলা সে

খেলে যায় ।


ও...ভালোবাসে যে মানুষ

ভালোবাসা হারলে সে

কাঁদে হায়!

ছলনার মন যার

ভাঙ্গনের খেলা সে

খেলে যায় ।


ভাঙ্গলি এ অন্তর, দিয়ে ছলনার ঝড়

ভাঙ্গলি এ অন্তর, দিয়ে ছলনার ঝড়

হৃদয়টা করে দিলি শশ্মান ।


তুই ভালোবাসা করে দিয়ে অবসান

বেদনার নীল নীলে

ভরে দিলি হৃদয়ের আসমান ।

তুই ভালোবাসা করে দিয়ে অবসান

বেদনার নীল নীলে

ভরে দিলি হৃদয়ের আসমান ।


হয়তো বা সয়ে সয়ে

কষ্ট সয়ে যাব একদিন ।

তোকে ছাড়া পথ চলা

হয়তো বা শিখে যাব সেইদিন ।

হয়তো বা সয়ে সয়ে

কষ্ট সয়ে যাব একদিন ।

তোকে ছাড়া পথ চলা

হয়তো বা শিখে যাব সেইদিন ।


বয়ে যাবে দিন যত

ঘা শুকিয়ে রবে ক্ষত

বয়ে যাবে দিন যত

ঘা শুকিয়ে রবে ক্ষত

শুখালেও ফুল তার থাকে দাগ ।


তুই ভালোবাসা করে দিয়ে অবসান

বেদনার নীল নীলে

ভরে দিলি হৃদয়ের আসমান ।

তুই ভালোবাসা করে দিয়ে অবসান

বেদনার নীল নীলে

ভরে দিলি হৃদয়ের আসমান ।


একটু একটু করে রাত্রি বাড়ে

আঁধারেও দেখা যায় সব ।

আঁধারে আয়নাতে সারারাত

চলে তোর স্মৃতি উচ্চরন ।


স্মৃতিরা পুড়ায় আগুন জ্বালায়

বিরহ আগুনে করি নিশি স্নান ।

তবুও তোর কথা মনে পড়লেই

জীবনটা হয়ে ওঠে কষ্টের গাড়ি ।


তুই ভালোবাসা করে দিয়ে অবসান

বেদনার নীল নীলে

ভরে দিলি হৃদয়ের আসমান ।

তুই ভালোবাসা করে দিয়ে অবসান

বেদনার নীল নীলে

ভরে দিলি হৃদয়ের আসমান ।

$ads={2}

Biroho agun lyrics Arman Alif :


Ektu ektu kore raatri bare

Adhareo dekha jay shob.

Adhare aynate sararaat

Chole tor sriti uccharon.


Sritira puray agun jalay

Biroho agune Kori nishi shaan.

Tabuo tor kotha mone porlei

Jibonta hoye othe koshter gari.


Tui valobasha kore diye aboshan

Bedonar nile nile

Bhore dili hridoyer ashmaan.

Tui valobasha kore diye aboshan

Bedonar nile nile

Bhore dili hridoyer ashmaan.


Bhalobashe je manush

Bhalobasha harale se

kadhe hay!

Chalonar moin jar

Bhangoner khela se

Khele jay.


o...Bhalobashe je manush

Bhalobasha harale se

kadhe hay!

Chalonar moin jar

Bhangoner khela se

Khele jay.


Bhangli e ontor diye chalonar jhor

Bhangli e ontor diye chalonar jhor

Hridoyta kore dili shoshaan.


Tui valobasha kore diye aboshan

Bedonar nile nile

Bhore dili hridoyer ashmaan.

Tui valobasha kore diye aboshan

Bedonar nile nile

Bhore dili hridoyer ashmaan.


Hoyto ba soye soye

Koshto soye jabo ekdin.

Toke chara path chola

Hoyto ba shikhe jabo seidin.

Hoyto ba soye soye

Koshto soye jabo ekdin.

Toke chara path chola

Hoyto ba shikhe jabo seidin.


Boye jabe din joto

Gha shukiye robe khoto

Boye jabe din joto

Gha shukiye robe khoto

Shukhaleo ful tar thake daag.


Tui valobasha kore diye aboshan

Bedonar nile nile

Bhore dili hridoyer ashmaan.

Tui valobasha kore diye aboshan

Bedonar nile nile

Bhore dili hridoyer ashmaan.


Ektu ektu kore raatri bare

Adhareo dekha jay shob.

Adhare aynate sararaat

Chole tor sriti uccharon.


Sritira puray agun jalay

Biroho agune Kori nishi shaan.

Tabuo tor kotha mone porlei

Jibonta hoye othe koshter gari.


Tui valobasha kore diye aboshan

Bedonar nile nile

Bhore dili hridoyer ashmaan.

Tui valobasha kore diye aboshan

Bedonar nile nile

Bhore dili hridoyer ashmaan.

Post a Comment (0)
Previous Post Next Post
close