Tumi Toh Shei Jabei Chole Lyrics ( তুমি তো সেই যাবেই চলে ) | Jayati :
Tumi toh shei jabei chole lyrics song sung by Jayati Chakraborty . Tumi toh sei jabei chole lyrics in bengali written by Rabindranath Tagore .Tumi Toh Shei Jabei Chole Lyrics :
Song: Tumi Toh Shei Jabei Chole lyrics
Singer: Jayati Chakraborty
Arrangement, Programming & Sarode: Prattyush Banerjee
Guitar & Bass: Raja Choudhury
Flute: Bubai Nandi
Dop: Subhadeep
Edit: Hiranmay Biswas
DI: Tamal Duary
Make up: Rajarshee
Recorded, mixed & mastered by Goutam Basu @ Studio Vibrations
A Creative Media Productions
Tumi Toh Shei Jabei Chole Lyrics in bengali :
$ads={1}
তুমি তো সেই যাবেই চলে
কিছু তো না রবে বাকি ।
তুমি তো সেই যাবেই চলে
আমায় ব্যথা দিয়ে গেলে ।
জেগে রবে সেই কথা কি ?
সেই যাবেই চলে,
তুমি তো সেই যাবেই চলে ।
তুমি পথিক আপন মনে
এলে আমার কুসুম বনে ।
তুমি পথিক আপন মনে
এলে আমার কুসুম বনে ।
চরণপাতে যা দাও দোলে
সেসব আমি দেব ঢাকি ।
তো সেই যাবেই চলে
তুমি তো সেই যাবেই চলে ।
বেলা যাবে আঁধার হবে
একা বসে হৃদয় ভরে;
আমার বেদনখানি
আমি রেখে দেবো মধুর করে ।
বিদায় বাঁশির করুণ রবে
সাঁঝের গগন মগন হবে ।
বিদায় বাঁশির করুণ রবে
সাঁঝের গগন মগন হবে ।
চোখের জলে দুঃখের শোভা
নবীন করে দেব রাখি ।
তো সেই যাবেই চলে
তুমি তো সেই যাবেই চলে ।
কিছু তো না রবে বাকি
তুমি তো সেই যাবেই চলে ।
আমায় ব্যাথা দিয়ে গেলে
জেগে রবে সেই কথা কি ?
সেই যাবেই চলে...
তুমি তো সেই যাবেই চলে ।
$ads={2}
Tumi Toh Shei Jabei Chole Lyrics in english :
Tumi toh shei jabei chole
Kichu toh na robe baki.
Tumi toh shei jabei chole
Amay betha diye gele.
Jege robe shei kotha ki?
Shei jabei chole
Tumi toh shei jabei chole.
Tumi pothaik apon mone
Ele amar kushum bone.
Tumi pothaik apon mone
Ele amar kushum bone.
Choranpate ja dao dole
Sesob ami debo daki.
Toh shei jabei chole
Tumi toh shei jabei chole.
Bela jokhon andhar hobe
Eka boshe hridoy bhore
Amar bedonkhani
Ami rekhe debo modhur kore.
Biday bashir korun robe
Shajher gogon mogon hobe.
Biday bashir korun robe
Shajher gogon mogon hobe.
Chokher jole dukkher sova
Nobin kore debo rakhi.
Toh shei jabri chole
Tumi toh shei jabei chole.
Kichu toh na robe baki
Tumi toh shei jabei chole.
Amay betha diye gele
Jege robe shei kotha ki?
Shei jabei chole
Tumi toh shei jabei chole.