E pothe Ami Je Lyrics ( এ পথে আমি যে ) | Sraboner Baish Tarikhe

E pothe Ami Je Lyrics ( এ পথে আমি যে ) | Sraboner Baish Tarikhe :

E pothe Ami Je Lyrics song sung by Subhamita Banerjee Sraboner Baish Tarikhe . E pothe Ami Je Lyrics with Poem by Srijato & guitars music by Joy Sarkar .

E pothe Ami Je Lyrics Sraboner Baish Tarikhe




E pothe Ami Je gechi bar bar Lyrics Sraboner Baish Tarikhe :



Song: E pothe Ami Je Lyrics Sraboner Baish Tarikhe
Vocal: Subhamita Banerjee
Poem & Narration: Srijato
All Guitars: Joy Sarkar
Recorded, mixed & mastered by Goutam Basu @ Studio Vibrations
A Creative Media Productions
DOP: Subhadeep
Edit & DI: Hiranmay Biswas


E pothe Ami Je Lyrics Subhamita In bengali :

$ads={1}

সুর :

এ পথে আমি যে গেছি বার বার
ভুলিনি তো একদিনও ।
আজ কি ঘুচিল চিহ্ন তাহার
উঠিল বনের তৃণ ।

কথা :

আমি থামলাম হাত ভর্তি তোমার চিঠিরা

উড়ে যেতে চাইছে আজ ।
যেদিকে নিস্তার শামিয়ানা
আকাঙ্ক্ষা বাতিল শব্দ ।
জীবন ব্লেডের নীচে শিরা
শেষেরও তো শেষ আছে,
শুধু তা সম্পত্তি অজানা।

সুর :

তবু মনে মনে জানি, নাই ভয়
অনুকূল বায়ু, সহসা যে বয় ।
চিনিব তোমায় আসিবে সময়
তুমি যে আমায় চিন ।

কথা :

আজ যত বৃষ্টি হবে,
আজ যত মেঘ ডাকবে ।
সব পুরোনো দিনের মত
ফিরে ফিরে আসবে বারেবারে ।
বন্দরে জাহাজ ভিজছে
একা ঘরে রেডিওর নব
একটু জল লেগে আছে,

ফেলে দেওয়া চিঠির কিনারে ।

সুর :

এ পথে আমি যে গেছি বার বার
ভুলিনি তো একদিনও ।

কথা :

আমার হল না যাওয়া,
সঙ্গে যাওয়া হল না আমার ।
তোমার নতুন পথ
নতুন দিনের কথা বলে
হাইওয়ে হারিয়ে গেছে ।
মেঘলা হয়ে সাত রাস্তা পার
চিঠির কিনারাটুকু জেগে আছে,
ফেলে দেওয়া জলে ।

সুর :

একেলা যেতাম যে প্রদীপ হাতে
নিবেছে তাহার শিখা ।
তবু জানি মনে তারার

ভাষাতে ঠিকানা রয়েছে লিখা ।

কথা :

ছিলাম থাকার মত
না থাকার মতই থাকব না ।
দুটো একটা রুমালের মন খারাপ
নিভে যাওয়া মোম,
এক একটা ব্যালকনিতে
ইজিচেয়ারের দিনগোনা,
লোকে জানবে সোয়েটার
আমি জানবো ব্যথার পশম ।

সুর :

পথের ধারেতে ফুটিল যে ফুল
জানি জানি তারা ভেঙে দেবে ভুল ।
গন্ধে তাদের গোপন মৃদুল
সঙ্কেত আছে লীন ।
এ পথে আমি যে
এ পথে আমি যে
গেছি বার বার
ভুলিনি তো একদিনও ।

আজ কি ঘুচিল চিহ্ন তাহার
উঠিল বনের তৃণ ।

কথা :

আবার কখনও যদি দেখা হয়
অচেনা রাস্তায় ।
থেমে দুটো কথা বলব
ফের চলে যাবো অন্যদিকে ।
আজ তুমি সাবধানে যাও
মেঘেরা যেভাবে চলে যায়,
একটু তো হবেই বৃষ্টি
শ্রাবণের বাইশ তারিখে ।

$ads={2}

E pothe Ami Je Lyrics Sraboner Baish Tarikhe :



SUR:

E pathe ami je Gechi bar bar
Bhulini toh ekdino.
Aaj ki ghuchilo chinho tahar
uthilo boner trino.

KOTHA:

Ami thamlam haat vorti tomar chithira
Ure jete chiche aaj.
Jedike nishtar samiyana
Akankha batil sobdo.
Jibon bleder niche sira
sesher tih sesh ache
sudhu ta sompatti ajana.

SUR:

Tabu mone mone jani nai voy
Anukul bayu sihisha boy.
Chinibo tomay ashibe somoyay
Tumi je amar chin.

KOTHA:

Aaj joto brishti hobe
Aaj joto megh dakbe
Sob purono diner moto
Fire fire ashbe bare bare.

Bondore jahaz bhijche
Eka ghore radior nob
Ektu jol lege ache
Fele deoa chithir kinare.

SUR:

E pathe ami je Gechi bar bar
Bhulini toh ekdino.

KOTHA:

Amar holo na jaoa
Songe jaoa holo na amar
Tomar notun path
Notun diner kotha bole
Hiway hariye geche
Meghla hoye sat rashta por
chithior kinara tuku jege ache
Fele deoa jole.

SUR:

Ekela jetam je pradeep haate
Nibeche tahar shikha.
Tabu jani mone tahar
vashate thikana royeche likha.

KOTHA:

Chilam thakar moto
Na thakar motoi thakbo na
duto ekta rumaler moto mon kharap
Nibhe jaoa mom
Ek ekta belkonite
Ezeechairer dingona
Loke janbe soytar
Ami janbo bethar poshom.

SUR:

Pother dharete futilo je phool

Jani na tara bhege debe bhul
Gondhe ttader gopon mridul
sonket ache leen.
E pathe ami je
E pathe ami je
Gechi bar bar
Bhulini toh ekdino.
Aaj ki ghuchilo chinho tahar
uthilo boner trino.

KOTHA:

Aber kokhono jodi dekha hoy
Achena rashtay
Theme duto kotha bolbo
Fer chole jabo annodike
Aaj tumi sabdhane jao
Meghera jebhabe chole jaay
Ektu toh hobei brishti
Sraboner baish tarikhe.
Previous Post Next Post
close