Brishtibheja mon lyrics ( বৃষ্টিভেজা মন ) | Brishtilekha Nandini

Brishtibheja mon lyrics ( বৃষ্টিভেজা মন ) | Brishtilekha Nandini :

Brishtibheja mon lyrics song sung by Brishtilekha Nandini . Brishtibheja mon lyrics by Kakali Chatterjee .

Brishtibheja mon lyrics Brishtilekha Nandini





Song: Brishtibheja Mon
Singer: Brishtilekha Nandini
Lyrics: Kakali Chatterjee
Label: Atlantis Music
Video Prodution: Medha


Brishtibheja mon lyrics Brishtilekha Nandini :

$ads={1}


জানলা ছুঁয়ে বৃষ্টি আর
বৃষ্টি ভেজা মন ।

মেঘের শরীর চুঁইয়ে ঝরে
নিবিড় আমন্ত্রণ ।

উথালপাথাল হঠাৎ হাওয়ায়
এলো মেলো ঘর ।
তোকে ভেবে বারান্দাতে
মন কেমনের ঝড় ।
বিন্দু বিন্দু বৃষ্টি ফোঁটায়
জাগায় শিহরণ ।

বৃষ্টি ছুঁয়ে পায়ের আঙুল
তোকে যে ছুঁতে চায় ।
নকশা করা মেহেন্দিতে
স্বপ্নেরা ডুবে যায় ।
বৃষ্টি ছুঁয়ে পায়ের আঙুল
তোকে যে ছুঁতে চায় ।
নকশা করা মেহেন্দিতে
স্বপ্নেরা ডুবে যায় ।

তোর ঠোঁটের ওঠা নামায়
বৃষ্টিরই আগুন ।
পোড়ায় আমায় পোড়ায় ভীষণ

পলাশের ফাগুন ।
বিন্দু বিন্দু বৃষ্টি ফোঁটায়
ঝাপসা চোখের কোণ ।

জানলা ছুঁয়ে বৃষ্টি আর
বৃষ্টি ভেজা মন ।
মেঘের শরীর চুঁইয়ে ঝরে
নিবিড় আমন্ত্রণ ।

দমকা হাওয়ায় জলের ছিটেয়
আনমনা হয় মন ।
তোকে চেয়ে যাচ্ছে ভিজে
একলা ঘরের কোণ ।
দমকা হাওয়ায় জলের ছিটেয়
আনমনা হয় মন ।
তোকে চেয়ে যাচ্ছে ভিজে
একলা ঘরের কোণ ।

মেঘের পাড়ার রোদের রঙে
প্রেমের নিমন্ত্রণ ।
ঘাসের বুকে ভেজা মেঘের
আশ্লেষে চুম্বন ।

বিন্দু বিন্দু বৃষ্টি ফোঁটায়
উষ্ণ সমর্পণ ।

জানলা ছুঁয়ে বৃষ্টি আর
বৃষ্টি ভেজা মন ।
মেঘের শরীর চুঁইয়ে ঝরে
নিবিড় আমন্ত্রণ ।

উথালপাথাল হঠাৎ হাওয়ায়
এলো মেলো ঘর
তোকে ভেবে বারান্দাতে
মনকেমনের ঝড়
বিন্দু বিন্দু বৃষ্টি ফোঁটা
জাগায় শিহরণ


$ads={2}

Brishtibheja mon lyrics Brishtilekha Nandini :





Janala chuye brishti aar
Brishti bheja mon.
Megher sorir chuiye jhore
Nibir amontron.

Utthal patal hottat hawa
Elo melo ghor.
Toke bhebe barandate
Mon kemoner jhor.

Bindu bindu brishti fotay
Jagay shihoron.

Brishti chuye payer angul
Toke je chute chay.
Noksha kora mehendite
Swapnera dube jaay.
Brishti chuye payer angul
Toke je chute chay.
Noksha kora mehendite
Swapnera dube jaay.

Tor thoter utha namay
Brishtiri agun.
Poray amay poray bhishon
Polasher fagun.
Bindu bindu brishti fotay
Jhapsha chokher kone.

Janala chuye brishti aar
Brishti bheja mon.
Megher sorir chuiye jhore
Nibir amontron.

Domka haway jholer chitey

Anmona hoy mon.
Toke cheye jacche bhije
Ekla ghorer kone.
Domka haway jholer chitey
Anmona hoy mon.
Toke cheye jacche bhije
Ekla ghorer kone.

Megher paray roder ronge
Premer nimontron.
Ghasher buke bheja megher
Aashelles chumbon.
Bindu bindu brishti fotay
Ushano somorpon.

Janala chuye brishti aar
Brishti bheja mon.
Megher sorir chuiye jhore
Nibir amontron.

Utthal patal hottat hawa
Elo melo ghor.
Toke bhebe barandate
Mon kemoner jhor.
Bindu bindu brishti fotay

Jagay shihoron.
Previous Post Next Post
close