করোনা আর আমফানের পর এবার আবার সামনে নতুন বিপর্যয়

করোনা আর আমফানের পর এবার আবার সামনে নতুন বিপর্যয় :

করোনা আর আমফানের পর এবার আবার সামনে নতুন বিপর্যয় নাম  "গতি" ।



বাংলা ও ওড়িষ্যায় ফের একবার ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি ।আবহাওয়ার পরিবর্তনের ফলে আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন যে এই দুই রাজ্যে ঘূর্ণিঝড়ের সম্ভবনা রয়েছে । 



এমনিতেই নিন্মচাপের ফলে রাজ্য জুড়ে ঝড় ও ঝমঝমিয়ে বৃষ্টি চলছে । যার ফলে বন্যার আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা । 


ঘূর্ণিঝড় এই মুহূর্তে স্পষ্ট না হলেও তবে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত 7.6 কিমি পর্যন্ত বিস্তৃত । বিশেষ করে এই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে রুপান্তরিত হয়ে উত্তর পশ্চিম দিকে অর্থাৎ ওড়িষ্যা উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা করেছেন আবহাওয়া দফতর । তবে আই এম ডি জানিয়েছেন যে ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিবর্তন হবে কিনা তা আগামী 24 ঘন্টার মধ্যে জানা যাবে । 


ওড়িষ্যার ঘূর্ণাবর্ত ও দক্ষিন পশ্চিম মৌসুমি বায়ুর ফলে প্রচুর পরিমানে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে ।
আবহাওয়ার এমন খামখেয়ালি বিড়াম্বনার ফলে জনজীবন যে বিপর্যস্ত তা আর বলার অপেক্ষা রাখে না ।
Previous Post Next Post
close