Bengali Quotes on Love ,BANGLA VALOBASHAR Quotes

Bengali Quotes on Love ,BANGLA VALOBASHAR Quotes :

Bengali Quotes on Love ,BANGLA VALOBASHAR Quotes  in Bengali font for you. ইন্টারনেটে প্রচুর মানুষ বাঃলায় ভালোভালো Bengali Quotes on Love সার্চ করে থাকেন ।সেরকমই বেশকিছু ভালো ভালো Bengali Quotes on Love আজ আপনাদের কাছে এসেছি ।কোনো বাংলা quotes ভালোবাসার অনুভূতি জড়ানো আবার কোনো কোনো বাংলা quotes হতাশার , বেদনার আবার কোনো কোনো বাংলা quotes প্রতিবাদী মনের । যে সকল Bengali Quotes on Love আজ আপনাদের কাছে নিয়ে এসেছি পড়ে দেখুন আপনাদের ভালোলাগতে পারে । বাংলা quotes ভালোলাগলে অবস্যই সেয়ার করুন আর নিচে কমেন্ট করে বলুন , যে আপনাদের কবিতাগুলো কেমন লাগলো।

Bengali Quotes on love






Bengali Quotes on Love


কতশত অনুভবে, আবদারে
তোর হাসিতে গল্প লিখি বারেবারে।
ছিল যত শূণ্যতা, পেয়েছে আজ পূর্ণতা,
তোরই মাঝে হয়ে গেছি নিলাম..
মেঘের খামে, রোদের শিরনামে
ভালোবাসি তোকে জানিয়ে দিলাম...

$ads={1}


Bengali Quotes on Love


মাঝে মাঝে তোর কাছে
ফেলে আসি মন...
কেন এতো চাই তোরে
জানি না কারণ....

$ads={2}

Bengali Quotes on Love


এতো কাছাকাছি একই শহরে
কেউ নেই কারো একটু নজরে।
কতটুকু ভয় হয় গেলে পরে
এতো দীর্ঘ পথ বেঁকে যেতে পারে।





Bengali Quotes on Love


কতদিন হলো
তোমার সাথে কোনো দেখা নেই,
অল্পতেই দুই গাল ভিজে যায়

তোমাকে ভাবতেই।



Bengali Quotes on Love


তোর জন্য কতকিছু ছাড়িলাম আমি
ছোটকালের বন্ধুর চেয়ে তুই ছিলি দামি,
হঠাৎ করে কি বুঝে আজ বদলে গেলি তুই
এখন আমার এতো জ্বালা কোন সাগরে থুই


Bengali Quotes on Love


তুমি আর আমি, আমি আর তুমি,
তার মাঝে কি ঝড়
সেই ঝরে আমার হারিয়ে যাওয়া,
নিলোনা কেউ খবর


Bengali Quotes on Love



আমি আসবোনা ভালোবাসবো না যাবো চলে
যেখানে তারারা কষ্ট নিয়ে মিটি মিটি জলে
থাকবো নিজে নিজের মতো যেখানে যত দূরে
দেহে আমি আছি বেঁচে ভেতরে গেছি মরে


Bengali Quotes on Love


শূন্যতা কত আমায় ঘিরে
মধ্য রাতে হঠাৎ করে তাকে মনে পড়ে
তোমার সাথে আড়ি আমার সেই কবে থেকে
তাই হাসি আমার ছুটি নিয়েছে খুব যত্ন করে।


Bengali Quotes on Love


তোমাকেই খুঁজি শুধু আমি চারিপাশে,
দু’চোখে তোমারি প্রেমেরি ছায়া ভাসে।


Bengali Quotes on Love


স্মৃতির শহরে, নৌকা ভাসে
একা জলে থৈ থৈ,
রাত যত হয় কষ্ট বাড়ে
আমি কি তোমার কেউ নই?



Bengali Quotes on Love


মাঝ রাতে যদি তোমার ঘুম ভেঙ্গে যায়...
সেই রাত যদি তোমায় খুব করে কাঁদায়...
তুমি চোখের জলেতে খুঁজে নিও আমায়......


Bengali Quotes on Love


কখনো কোনো স্মূতির ভিড়ে 
তোমার প্রতারক মন গলে না হায়
ঝাপসা আলোয় বদ্ধ ঘরে,
তোমার বিষাক্ত স্বাশ পড়ে
কার বুকে আজ সুখের সুবাস ছড়াও.......



Bengali Quotes on Love


ও বুকেরি মাঝে নিরবে , আছো তুমি ছড়িয়ে.....
ইচ্ছে করে ভাবনাতে , রাখি তোমায় জড়িয়ে....



Bengali Quotes on Love

এভাবে এত পর হয়ে যাবে
কখনো ভাবতে পারিনি.....
আমি ভালোবাসতে জানি....
ভুলে যেতে শিখিনি.....



Bengali Quotes on Love


খুব সহজ , খুব সহজ আমায় ভোলা রে ...
আমার কাছে কঠিন লাগে ভুলতে তোমারে ..
তুমি আর সে দুজনাতে থাকো হাঁসিতে...
আমি কান্না দিয়ে কথা লেখি ......




Bengali Quotes on Love


তোমার চোখে যেন জল আসে না
তোমার কান্না সইতে পারি না
বারুদ রাখা বুকের ভেতর কালো খলিটায়
আমায় তুমি দুর্বল করো না
তুমি আমার সর্বনাশ জানো না
তোমার তরে ঘৃণা আমার শিরিয় শিরায়.....


Bengali Quotes on Love


তোমারি পথে সারাক্ষন , থাকি আমি দাড়িয়ে ...
আরো কাছে এসে তুমি , দাওনা দুহাত বাড়িয়ে.....




Bengali Quotes on Love


স্মৃতির শহরে, নৌকা ভাসে
একা জলে থৈ থৈ,
রাত যত হয় কষ্ট বাড়ে
আমি কি তোমার কেউ নই?


Bengali Quotes on Love

পরিত্যক্ত গ্রহণযোগ্য আমার স্বপ্ন গুলো
ধুলো জমে জমে দিনে দিনে পুরোনো হলো।



Bengali Quotes on Love

কিছু কথা থাকে হৃদয়ের বাঁকে
ধুলো জমা কাঁচে সুখ ছবি আঁকে।
কিছু ক্ষণ থাকে ক্ষনিকের তরে
সব ভুলে তাকে শুধু মনে পড়ে..



Bengali Quotes on Love


তোমার পথ চেয়ে, আমার আহাজারি
ডুবে পূবের সন্ধ্যায়,
ভুলের মাসুল, আর কতদিন
একা বয়ে যাওয়া যায়।



Bengali Quotes on Love


Bengali Quotes on Love :



Bengali Quotes on Love


মন বাড়িয়ে, আছি দাঁড়িয়ে
তোর হৃদয়ে, গেছি হারিয়ে
তুই জীবন-মরন সবই রে..
তুই কি আমার হবি রে?



Bengali Quotes on Love

আয় না মন হারাবো
ভেসে মেঘেরই ভেলায়,
কানে কানে গল্প
তোকে বলবো ইশারায়....


Bengali Quotes on Love


কিছু কথা লিখে দিলাম হাওয়াতে, পড়ে নিও,
আমি তোমাকেই ভালোবাসি কতটা, জেনে নিও....
এই মন জুড়ে তুমি, তোমাতে মিশে আমি,
অনুভবে বারবার জেনে নিও, বুঝে নিও.......



Bengali Quotes on Love

হৃদয় ক্যানভাসে মন রং মেখে মেখে
তোরই মুখ ছবি যাই নীরবে এঁকে,
সব ভালোলাগা মনে ছুঁয়েছে এসে
সুখ ছোঁয়াতে আমি গিয়েছি ভেসে....



Bengali Quotes on Love


ভাবনার বন্দরে তোর চলাচল
ভালোলাগে স্বপ্নে এই কোলাহল।
তোকে আকাশ করে চলেছি এ পথ ধরে
হওয়াতে শুনি তোর কথোপকথন....



Bengali Quotes on Love


বুঝিনি যে আগে, প্রেমেরই পরাগে
লেগেছে হাওয়ায় বারবার..
বলেছি তুই যে আমার,
বলেছি তুই যে আমার..



Bengali Quotes on Love


দু'চোখের কারসাজি
মন বলেছে রাজি,
কি করে আমি আর করবো বারণ....



Bengali Quotes on Love


সুখের চাদরে, রোদের আদরে
ছুঁয়েছি কতটা আলো...
তোর আস্কারাতে এই মন হারাতে
লাগেরে আজ খুব ভালো....


Bengali Quotes on Love


কতশত অনুভবে, আবদারে
তোর হাসিতে গল্প লিখি বারেবারে...




Bengali Quotes on Love


আমাকে পাগল করেছে যেন
ডানা বেঁধেছি এই বুকে..
আমি পড়েছি জানিনা কেমন
অজানা কোনো অসুখে...




Bengali Quotes on Love


ভাসি চল, আকাশের, ঐ নীলিমায়
ইচ্ছেরই ডানা মেলে।
আজ মন, তোর সাথে, হারাতে চায়
রংধনুর ঐ মিছিলে।
মিষ্টি কিছু বলে, আঙুল রেখে আঙুলে
তোরই পাশে থাকতে এলাম ..
মেঘেরই খামে, রোদেরই শিরনামে

ভালোবাসি তোকে জানিয়ে দিলাম।


Bengali Quotes on Love

না বলে সে এসে, আরও ভালোবেসে
মেঘলা ঘনালো আজ আবার..
বলেছি তুই যে আমার,
বলেছি তুই যে আমার..




Bengali Quotes on Love

উড়ি চল সুখেরই নীল জোছনায়
স্বপ্নেরই রাত্রি ছুঁয়ে..
দুটি চোখ তোর গায়ে জড়াতে চায়
আবেগে বিভোর হয়ে...



Bengali Quotes on Love :


সাধনায় মেলিলেও ঈশ্বর তবু প্রেম মেলে না
প্রেম যে কঠিন বস্তু মন কেন বোঝ না। 

কতবার দেখেছি তোমায় তবু হয়নি দেখা শেষ
হৃদয়ে রয়ে গেছে সেই প্রথম দেখার রেষ। 

তুমি দুর্লভ জানি তবুও ছিল আশা
তাই বুঝি বারবার জের টেনে আসা। 

ভালবাসা জানে না বয়স জাত কাল 
তুমি কি আঁধারে আছ দেখনি সকাল।

ক্ষনিকের তরে কি ভালোবাসো না আমায় 
সেই সান্তনা নিয়ে নেব যে বিদায়।

প্রিয়ার যে কী রুপ শুধু বোঝে প্রিয়তম 
আমি কি তোমার কাছে এতই নূন্যতম। 

বোঝ না কি ওগো প্রিয়া ওগো অনুপমা 
কত যে ভালোবাসি তোমায় নাই পরিসীমা। 

যোগীয়েছ নানা কাজে কতই প্রেরনা 
আজীবন করিব শুধু তোমারই সাধনা। 

কত দূরে যাবে তুমি হবে রাজরাণী
সেদিন তুমি সবার কাছে হবে কত মানী। 


মনে পড়বে না তোমার এই অধমেরে
চলে ঠিক যাবে তুমি চোখ আড়াল করে।

ছল ছল দু নয়নে দেখব তোমায় আড়াল থেকে
চোখের জল বাগ মানবে না তোমার নতুন সাজ দেখে। 

এত নির্মম এত নিষ্ঠুর হৃদয় তোমার 
কত নতুন হয়ে যাবে তোমার আপনার। 

সকলের সাথে তোমার জীবন হবে সুখকর 
শুধু আমিই রয়ে যাব তোমার পরিচিত এক






Post a Comment (0)
Previous Post Next Post
close