Bengali Quotes on Love ,BANGLA VALOBASHAR Quotes :
Bengali Quotes on Love ,BANGLA VALOBASHAR Quotes in Bengali font for you. ইন্টারনেটে প্রচুর মানুষ বাঃলায় ভালোভালো Bengali Quotes on Love সার্চ করে থাকেন ।সেরকমই বেশকিছু ভালো ভালো Bengali Quotes on Love আজ আপনাদের কাছে এসেছি ।কোনো বাংলা quotes ভালোবাসার অনুভূতি জড়ানো আবার কোনো কোনো বাংলা quotes হতাশার , বেদনার আবার কোনো কোনো বাংলা quotes প্রতিবাদী মনের । যে সকল Bengali Quotes on Love আজ আপনাদের কাছে নিয়ে এসেছি পড়ে দেখুন আপনাদের ভালোলাগতে পারে । বাংলা quotes ভালোলাগলে অবস্যই সেয়ার করুন আর নিচে কমেন্ট করে বলুন , যে আপনাদের কবিতাগুলো কেমন লাগলো।
কতশত অনুভবে, আবদারে
তোর হাসিতে গল্প লিখি বারেবারে।
ছিল যত শূণ্যতা, পেয়েছে আজ পূর্ণতা,
তোরই মাঝে হয়ে গেছি নিলাম..
মেঘের খামে, রোদের শিরনামে
ভালোবাসি তোকে জানিয়ে দিলাম...
$ads={1}
মাঝে মাঝে তোর কাছে
ফেলে আসি মন...
কেন এতো চাই তোরে
জানি না কারণ....
$ads={2}
এতো কাছাকাছি একই শহরে
কেউ নেই কারো একটু নজরে।
কতটুকু ভয় হয় গেলে পরে
এতো দীর্ঘ পথ বেঁকে যেতে পারে।
কতদিন হলো
তোমার সাথে কোনো দেখা নেই,
অল্পতেই দুই গাল ভিজে যায়
তোমাকে ভাবতেই।
তোর জন্য কতকিছু ছাড়িলাম আমি
ছোটকালের বন্ধুর চেয়ে তুই ছিলি দামি,
হঠাৎ করে কি বুঝে আজ বদলে গেলি তুই
এখন আমার এতো জ্বালা কোন সাগরে থুই।
ছোটকালের বন্ধুর চেয়ে তুই ছিলি দামি,
হঠাৎ করে কি বুঝে আজ বদলে গেলি তুই
এখন আমার এতো জ্বালা কোন সাগরে থুই।
তুমি আর আমি, আমি আর তুমি,
তার মাঝে কি ঝড়
সেই ঝরে আমার হারিয়ে যাওয়া,
নিলোনা কেউ খবর
আমি আসবোনা ভালোবাসবো না যাবো চলে
যেখানে তারারা কষ্ট নিয়ে মিটি মিটি জলে
থাকবো নিজে নিজের মতো যেখানে যত দূরে
দেহে আমি আছি বেঁচে ভেতরে গেছি মরে
শূন্যতা কত আমায় ঘিরে
মধ্য রাতে হঠাৎ করে তাকে মনে পড়ে
তোমার সাথে আড়ি আমার সেই কবে থেকে
তাই হাসি আমার ছুটি নিয়েছে খুব যত্ন করে।
তোমাকেই খুঁজি শুধু আমি চারিপাশে,
দু’চোখে তোমারি প্রেমেরি ছায়া ভাসে।
স্মৃতির শহরে, নৌকা ভাসে
একা জলে থৈ থৈ,
রাত যত হয় কষ্ট বাড়ে
আমি কি তোমার কেউ নই?
মাঝ রাতে যদি তোমার ঘুম ভেঙ্গে যায়...
সেই রাত যদি তোমায় খুব করে কাঁদায়...
তুমি চোখের জলেতে খুঁজে নিও আমায়......
কখনো কোনো স্মূতির ভিড়ে
তোমার প্রতারক মন গলে না হায়
ঝাপসা আলোয় বদ্ধ ঘরে,
তোমার বিষাক্ত স্বাশ পড়ে
কার বুকে আজ সুখের সুবাস ছড়াও.......
ও বুকেরি মাঝে নিরবে , আছো তুমি ছড়িয়ে.....
ইচ্ছে করে ভাবনাতে , রাখি তোমায় জড়িয়ে....
এভাবে এত পর হয়ে যাবে
কখনো ভাবতে পারিনি.....
আমি ভালোবাসতে জানি....
ভুলে যেতে শিখিনি.....
খুব সহজ , খুব সহজ আমায় ভোলা রে ...
আমার কাছে কঠিন লাগে ভুলতে তোমারে ..
তুমি আর সে দুজনাতে থাকো হাঁসিতে...
আমি কান্না দিয়ে কথা লেখি ......
তোমার চোখে যেন জল আসে না
তোমার কান্না সইতে পারি না
বারুদ রাখা বুকের ভেতর কালো খলিটায়
আমায় তুমি দুর্বল করো না
তুমি আমার সর্বনাশ জানো না
তোমার তরে ঘৃণা আমার শিরিয় শিরায়.....
তোমারি পথে সারাক্ষন , থাকি আমি দাড়িয়ে ...
আরো কাছে এসে তুমি , দাওনা দুহাত বাড়িয়ে.....
স্মৃতির শহরে, নৌকা ভাসে
একা জলে থৈ থৈ,
রাত যত হয় কষ্ট বাড়ে
আমি কি তোমার কেউ নই?
পরিত্যক্ত গ্রহণযোগ্য আমার স্বপ্ন গুলো
ধুলো জমে জমে দিনে দিনে পুরোনো হলো।
কিছু কথা থাকে হৃদয়ের বাঁকে
ধুলো জমা কাঁচে সুখ ছবি আঁকে।
কিছু ক্ষণ থাকে ক্ষনিকের তরে
সব ভুলে তাকে শুধু মনে পড়ে..
তোমার পথ চেয়ে, আমার আহাজারি
ডুবে পূবের সন্ধ্যায়,
ভুলের মাসুল, আর কতদিন
একা বয়ে যাওয়া যায়।
Bengali Quotes on Love :
মন বাড়িয়ে, আছি দাঁড়িয়ে
তোর হৃদয়ে, গেছি হারিয়ে
তুই জীবন-মরন সবই রে..
তুই কি আমার হবি রে?
আয় না মন হারাবো
ভেসে মেঘেরই ভেলায়,
কানে কানে গল্প
তোকে বলবো ইশারায়....
কিছু কথা লিখে দিলাম হাওয়াতে, পড়ে নিও,
আমি তোমাকেই ভালোবাসি কতটা, জেনে নিও....
এই মন জুড়ে তুমি, তোমাতে মিশে আমি,
অনুভবে বারবার জেনে নিও, বুঝে নিও.......
হৃদয় ক্যানভাসে মন রং মেখে মেখে
তোরই মুখ ছবি যাই নীরবে এঁকে,
সব ভালোলাগা মনে ছুঁয়েছে এসে
সুখ ছোঁয়াতে আমি গিয়েছি ভেসে....
ভাবনার বন্দরে তোর চলাচল
ভালোলাগে স্বপ্নে এই কোলাহল।
তোকে আকাশ করে চলেছি এ পথ ধরে
হওয়াতে শুনি তোর কথোপকথন....
বুঝিনি যে আগে, প্রেমেরই পরাগে
লেগেছে হাওয়ায় বারবার..
বলেছি তুই যে আমার,
বলেছি তুই যে আমার..
দু'চোখের কারসাজি
মন বলেছে রাজি,
কি করে আমি আর করবো বারণ....
সুখের চাদরে, রোদের আদরে
ছুঁয়েছি কতটা আলো...
তোর আস্কারাতে এই মন হারাতে
লাগেরে আজ খুব ভালো....
কতশত অনুভবে, আবদারে
তোর হাসিতে গল্প লিখি বারেবারে...
আমাকে পাগল করেছে যেন
ডানা বেঁধেছি এই বুকে..
আমি পড়েছি জানিনা কেমন
অজানা কোনো অসুখে...
ভাসি চল, আকাশের, ঐ নীলিমায়
ইচ্ছেরই ডানা মেলে।
আজ মন, তোর সাথে, হারাতে চায়
রংধনুর ঐ মিছিলে।
মিষ্টি কিছু বলে, আঙুল রেখে আঙুলে
তোরই পাশে থাকতে এলাম ..
মেঘেরই খামে, রোদেরই শিরনামে
ভালোবাসি তোকে জানিয়ে দিলাম।
না বলে সে এসে, আরও ভালোবেসে
মেঘলা ঘনালো আজ আবার..
বলেছি তুই যে আমার,
বলেছি তুই যে আমার..
উড়ি চল সুখেরই নীল জোছনায়
স্বপ্নেরই রাত্রি ছুঁয়ে..
দুটি চোখ তোর গায়ে জড়াতে চায়
আবেগে বিভোর হয়ে...
Bengali Quotes on Love :
সাধনায় মেলিলেও ঈশ্বর তবু প্রেম মেলে না
প্রেম যে কঠিন বস্তু মন কেন বোঝ না।
কতবার দেখেছি তোমায় তবু হয়নি দেখা শেষ
হৃদয়ে রয়ে গেছে সেই প্রথম দেখার রেষ।
তুমি দুর্লভ জানি তবুও ছিল আশা
তাই বুঝি বারবার জের টেনে আসা।
ভালবাসা জানে না বয়স জাত কাল
তুমি কি আঁধারে আছ দেখনি সকাল।
ক্ষনিকের তরে কি ভালোবাসো না আমায়
সেই সান্তনা নিয়ে নেব যে বিদায়।
প্রিয়ার যে কী রুপ শুধু বোঝে প্রিয়তম
আমি কি তোমার কাছে এতই নূন্যতম।
বোঝ না কি ওগো প্রিয়া ওগো অনুপমা
কত যে ভালোবাসি তোমায় নাই পরিসীমা।
যোগীয়েছ নানা কাজে কতই প্রেরনা
আজীবন করিব শুধু তোমারই সাধনা।
কত দূরে যাবে তুমি হবে রাজরাণী
সেদিন তুমি সবার কাছে হবে কত মানী।
মনে পড়বে না তোমার এই অধমেরে
চলে ঠিক যাবে তুমি চোখ আড়াল করে।
ছল ছল দু নয়নে দেখব তোমায় আড়াল থেকে
চোখের জল বাগ মানবে না তোমার নতুন সাজ দেখে।
এত নির্মম এত নিষ্ঠুর হৃদয় তোমার
কত নতুন হয়ে যাবে তোমার আপনার।
সকলের সাথে তোমার জীবন হবে সুখকর
শুধু আমিই রয়ে যাব তোমার পরিচিত এক
Bengali Quotes on Love :
সাধনায় মেলিলেও ঈশ্বর তবু প্রেম মেলে না
প্রেম যে কঠিন বস্তু মন কেন বোঝ না।
কতবার দেখেছি তোমায় তবু হয়নি দেখা শেষ
হৃদয়ে রয়ে গেছে সেই প্রথম দেখার রেষ।
তুমি দুর্লভ জানি তবুও ছিল আশা
তাই বুঝি বারবার জের টেনে আসা।
ভালবাসা জানে না বয়স জাত কাল
তুমি কি আঁধারে আছ দেখনি সকাল।
ক্ষনিকের তরে কি ভালোবাসো না আমায়
সেই সান্তনা নিয়ে নেব যে বিদায়।
প্রিয়ার যে কী রুপ শুধু বোঝে প্রিয়তম
আমি কি তোমার কাছে এতই নূন্যতম।
বোঝ না কি ওগো প্রিয়া ওগো অনুপমা
কত যে ভালোবাসি তোমায় নাই পরিসীমা।
যোগীয়েছ নানা কাজে কতই প্রেরনা
আজীবন করিব শুধু তোমারই সাধনা।
কত দূরে যাবে তুমি হবে রাজরাণী
সেদিন তুমি সবার কাছে হবে কত মানী।
মনে পড়বে না তোমার এই অধমেরে
চলে ঠিক যাবে তুমি চোখ আড়াল করে।
ছল ছল দু নয়নে দেখব তোমায় আড়াল থেকে
চোখের জল বাগ মানবে না তোমার নতুন সাজ দেখে।
এত নির্মম এত নিষ্ঠুর হৃদয় তোমার
কত নতুন হয়ে যাবে তোমার আপনার।
সকলের সাথে তোমার জীবন হবে সুখকর
শুধু আমিই রয়ে যাব তোমার পরিচিত এক