Phirbe Ghore Meye Amar lyrics Bengali Rap by Pratik :
Phirbe Ghore Meye Amar lyrics Bengali Rap by Pratik, Phirbe Ghore Meye Amar lyrics & music by pratic kundu . Additional voice in this song are Shaoni, Pragya & Hafiza.Phirbe Ghore Meye Amar new bengali rap song lyrics directed by Krish Bose & music labled by The Bong Studio .
Written & Performed : Pratik Kundu.
Additional Voice : Shaoni, Pragya & Hafiza.
Music : Pratik Kundu.
Music Arrangements : Pratik Kundu.
Mix & Master : Dipesh Chakraborty.
Recording Studio : Studio Dhaaron.
Music Label : The Bong Studio.
Director : Krish Bose.
Phirbe Ghore Meye Amar lyrics :
$ads={1}
নারী মানে স্ত্রী ,
নারী মানে মা ,
নারী মানে আমাদের বোন
তাই তাদের স্থান সবার আগে
তাই তাদের সাথে বিচার হলে
নিজেকে পুরুষ বলতে লজ্জা করে
শোনো শোনো
আজ যেটা খবরে দেখছ
সেটা তোমার সাথে হতে পারে
তোমার মা বোন
অথবা তোমার দিদি হতে পারে
জেগে ওঠো নিজের কেউ ধর্ষিতা হওয়ার আগে
না হলে জানোয়ার তাদের শরীরও খেতে পারে
মানুষ নয় এরা নরখাদক
ধর্ষনে ধর্ষিতা বাড়ছে রোজ
চোখের সামনে ঘটছে তবু জারা চুপ থাকে
ফেসবুকে প্রতিবাদে সব সরব
বাড়ে আঘাত প্রতিবাদ করবে কে ব্যস্ত খুব
তাইতো চুপ সবথেকে কে পুরুষ কাপুরুষ
সব এখানে নিজেরও আঘাত নিজেরই হাত
ন্যায় ঢেকে পোষাকেরই দোষ হবে সবশেষে
আজ খাঁজ দেখা যায় নাকি তিন চার মাসে
তবু কেন তিন চার মাসের বাচ্চাদেরও রেপ হয়
এসবের উত্তর আছে কার কাছে
ধর্ষক রাস্তায় বুক ফোলাচ্ছে ধর্ষিতা লজ্জায় মুখ লোকাচ্ছে
সমাজ সচেতন কষ্ট পাচ্ছে
সবকিছু জেনে বুছে পিঠ বাঁচাচ্ছে
নারী দূর্গা দুর্গোদিনাশিনী
পরাধীন হতে সেতো এ জগতে আসেনি
কেন ছুড়ে অ্যাসিড পুড়িয়েছ মুখ তার
সেটা তার সেচ্ছা সে কেন ভালোবাসেনি
বাড়বে চিন্তা বাবা মার
কখন ফিরবে ঘরে মেয়ে আমার
নাকি কামবিলাসি ভদ্রবেশি মানুষের নোংরামির হাতিয়ার
দৈর্ঘ্য প্রস্থ কি জামার করে নেবে তার চরিএ বিচার
লজ্জাটুকু তারা উপরে নেবে তারা মানুষরূপী জানোয়ার
চা এর আসরে মুখরোচক খাবার
ঠাট্টা খিল্লি চরিএের বিচার
ধর্ষিতা ফের ধর্ষনের স্বীকার
লেট করে বাড়ি ফিরে
ছেলেদের সাথে ঘোরে
মেয়েটারি দোষ ছোট ছোট ড্রেস পরে
ফেসবুকে অস্লীল ছবি পোষ্ট করে
মেয়েটারি দোষ মেয়েটারি দোষ
বলে দাও ধর্ষিতা নিজের ইচ্ছেতে সেক্স করে
মথাতেই বিষ ভরে নারী নাকিদেবী
তবে দেবীকে নিয়েই কেন বেশ্যাবৃত্তি কেচ্ছাসৃষ্টি
কেন তবে তারই বা দোষ কি তোর আন্ততুষ্টি তার অশ্রুবৃষ্টি
নোংরা দৃষ্টি দিয়েই ফিল করাচ্ছোতো
ভিড় ট্রেনে বাসে কুনোইএর গুতো
লুপ্ত বাসনা লুকিয়ে রেখেছো যত
তারা অন্তরালে বাড়িয়ে যাচ্ছে ক্ষত
জেনে বুঝে ঘুমিয়ে থাকলে সরকার
রাস্তাজুড়ে প্রতিবাদও দরকার
নিজের ঘরে করলে হবে ধীক্কার
একসাথেই তো তুলতে হবে চীৎকার
কে ঘুঁচাবে ধর্ষিতার কান্না
মিনমিনিয়ে ভিক্ষা চাওয়া আর না
দুর্বিসহ পরিস্থিতির প্রতিকার
নিজেদেরই হাতে তুলে নিতে হবে অধীকার
পথে ঘাটে বা আমার নিজের ঘরে
কোথায় নিরাপদ আমি
চিল শকুনের নোংরা শহর থেকে
নিস্তার চাই আমি
নজরে নগ্ন আমার শরীর
সর্শে জমছে ক্ষত
প্রতিবাদে গিলে খাওয়া ভয় যত সরীয়ে
বাঁচবো নিজের মত
বাড়বে চিন্তা বাবা মার
কখন ফিরবে ঘরে মেয়ে আমার
নাকি কামবিলাসি ভদ্রবেশি মানুষের নোংরামির হাতিয়ার
দৈর্ঘ্য প্রস্থ কি জামার করে নেবে তার চরিএ বিচার
লজ্জাটুকু তারা উপরে নেবে তারা মানুষরূপী জানোয়ার
বাড়বে চিন্তা বাবা মার
কখন ফিরবে ঘরে মেয়ে আমার
নাকি কামবিলাসি ভদ্রবেশি মানুষের নোংরামির হাতিয়ার
দৈর্ঘ্য প্রস্থ কি জামার করে নেবে তার চরিএ বিচার
লজ্জাটুকু তারা উপরে নেবে তারা মানুষরূপী জানোয়ার
$ads={2}