Preme pora baron lyrics by Lagnajita Chakraborty:
Preme pora baron lyrics by Ranajoy bhattacharjee. Preme pora baron lyrics song is sung by Lagnajita Chakraborty. Preme pora baron lyrics from “Sweater” bengali movie.Preme pora baron lyrics :
Movie: SweaterSong name: Preme Pora Baron
Lyrics: Ranajoy Bhattacharjee
Singer: Lagnajita Chakraborty
Guitar :Raja Chowdhury
Preme pora baron lyrics in bengali:
$ads={1}
প্রেমে পড়া বারণ
কারণে অকারণ
আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ
প্রেমে পড়া বারণ
কারণে অকারণ
আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ
প্রেমে পড়া বারণ
তোমায় যত গল্প বলার ছিল
তোমায় যত গল্প বলার ছিল
সব পাপড়ি হয়ে গাছের পাশে ছড়িয়ে রয়ে ছিল
দাওনি তুমি আমায় সেসব কুড়িয়ে নেওয়ার কোনো কারণ
প্রেমে পড়া বারণ
কারণে অকারণ
ওই মায়া চোখে চোখ রাখলেও ফিরে তাকানো বারণ
প্রেমে পড়া বারণ
শূন্যে ভাসি, রাত্রি এখনো গুনি
তোমার আমার নৌকা বাওয়ার শব্দ এখনো শুনি
শূন্যে ভাসি, রাত্রি এখনো গুনি
তোমার আমার নৌকা বাওয়ার শব্দ এখনো শুনি
তাই মুখ লুকিয়ে ঠোঁট ফুলিয়ে বসন্তের এই স্মৃতিচারণ
প্রেমে পড়া বারণ
কারণে অকারণ
মনে পড়লেও আজকে তোমায় মনে করা বারণ
প্রেমে পড়া বারণ
প্রেমে পড়া বারণ
$ads={2}
Preme pora baron song lyrics in English font :
Preme pora baron
Karon akaroan
Angule augul rakhleo
Haat dhora baron
Preme pora baron
Karon akaron
Angule angul rakhleo
Haat dhora baron
preme pora baron
Tomay joto golpo bolar chilo
Tomay joto golpo bolar chilo
Sob papri hoye gacher pase choriya roye chilo
Daouni tumi amay sesob kuriya neyar kono karon
Preme pora baron
Karon akaron
oi maya chokhe chok rakhleo fire takano baron
preme pora baron
Sunne vasi ratri akhono guni
Tomar amar nouka bawar sabdo akhono suni
Tai mukh lukiya thot fuliya basanter ai sriticharan
Preme pora baron
Karon akaron
Mone porleo ajke tomay mone kora baron
preme pora baron
Preme pora baron