Adure din lyrics ( আদুরে দিন ) Sweater | Ranajoy Bhattacharjee

Adure din lyrics ( আদুরে দিন ) Sweater | Ranajoy Bhattacharjee :

Adure din lyrics in bengali by Tamoghna Chatterjee. adure din song is sung by Ranajoy Bhattacharjee . Adure din lyrics from Bengali movie “ Sweater”.

Adure din lyrics in bengali with Bengali font lyrics image


Song name: Adure Din
Singer - Ranajoy Bhattacharjee
Music composer - Ranajoy Bhattacharjee
Lyrics - Tamoghna Chatterjee
Flute - Sushanta Nandi
Recorded by Neel Basu at Sonic Solution Studio. Mixing and mastering - Anirban Ganguly


Adure din lyrics in bengali with Bengali :

$ads={1}

তুমি হয়তো বহুদূর  তবু তোমার কথার সুর
দেখো বাজছে আমার বেসুরো জীবনে
তুমি কোথায় নিরুদ্দেশ  তবু তোমায় ছোঁয়ার রেস
আমার একলা জীবন মুহূর্তরা জানে…..


আজ রাত্রি যখন আসে  এই জীবন খানিক হাসে
বলে পারবিনাতো  ছুঁতে তুই আর একটা দিন ।
আজও স্বপ্নে তোমায় খুঁজি  বড়ো আশায় চোখ বুজি
ভাবি নামবে দু'চোখ জুড়ে সেই আদুরে দিন ।


ফিরে ফিরে আসে ঢেউ  ছায়ারাও হচ্ছে বড়ো
ঝিনুকের মতো দিন কুড়িয়ে দেখতে পারো ।
এ ঘরের গভীরে  নোনা ধরা শরীরে


এক মুঠো রোদ্দুর বহুদূর হয়ে থাকো তুমি ।
এই মেঘলা মনের গান আমার বড্ডো অভিমান
তাকে ঘুম পাড়াবো স্বপ্ন আসবে বলে…..


আজ রাত্রি যখন আসে  এই জীবন খানিক হাসে
বলে পারবিনাতো ছুঁতে তুই আর একটা দিন ।
আজও স্বপ্নে তোমায় খুঁজি  বড়ো আশায় চোখ বুজি
ভাবি নামবে দু'চোখ জুড়ে সেই আদুরে দিন ।


ছেঁড়া ছেঁড়া রাতদিন  পিয়ানোর সাদা কালো
বেহিসেবি আঙুলে সংসারী সুর তোলো ।
খুব চেনা সেই সুর  ভেজা ভেজা রোদ্দুর
দুচোখে হ্যামলিন হয়ে রাত দিন খেলা করে ।
কবে কোথায় এটার শেষ আমার ভাবতে লাগে বেস
আমার মেঘের বৃষ্টি হয়তো তোমার চোখে…..


আজ রাত্রি যখন আসে   এই জীবন খানিক হাসে
বলে পারবিনাতো ছুঁতে তুই আর একটা দিন ।
আজও স্বপ্নে তোমায় খুঁজি  বড়ো আশায় চোখ বুজি
ভাবি নামবে দু'চোখ জুড়ে সেই আদুরে দিন ।

$ads={2}

Adure din song lyrics :




Tumi hoyto bohudur tobu tomar kothar sur
Dekho bajche amar besuro jibone
Tumi kothay niruddesh tobu tomay chowar resh
amar ekla jibon muhurtora  jaane

Aaj raatri jokhon ashe ei jibon khanik hase
Bole parbinato chute tui aar ekta din
Aajo swapne tomay khuji boro ashay chokh buji
Vabi nambe duchok jure sei adure din .

Phire phire ashe dheu chayarao hocche boro
Jhinuker moto din kuriyeo dekhte paro
E ghorer gobhire nona dhora shorire

Ek mutho roddur bohudur hoye thako tumi.
Ei meghla moner gaan amar boddho abhimaan
Take ghum parabo shopno asbe bole

Aaj raatri jokhon ashe ei jibon khanik hase
Bole parbinato chute tui aar ekta din
Aajo swapne tomay khuji boro ashay chokh buji
Vabi nambe duchok jure sei adure din .

Chera chera raatdin piyanor sada kalo
Behishebi angule songsari sur tolo
Khub chena sei sur veja veja roddur
Duchokhe hemlin hoye raatdin khela kore
Kobe kothay etar sesh amar vabte lage besh
Amar megher bristi hoyto tomar chokhe

Aaj raatri jokhon ashe ei jibon khanik hase
Bole parbinato chute tui aar ekta din
Aajo swapne tomay khuji boro ashay chokh buji
Vabi nambe duchok jure sei adure din 



Previous Post Next Post
close